ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন দুই হাজার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এতথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেয়া হয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরা গতকাল তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাদের দাবি দাওয়া নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।

সরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকেরা গতকালের আন্দোলন থেকে সরে এসেছে জানিয়ে তিনি আরও বলেন, এখনো কিছু ইন্টার্ন চিকিৎসক কাজ এবং শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করছেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যাতে নিজেদের দায়িত্ব পালন করেন।

চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে বলেও এসময় জানান অধ্যাপক সায়েদুর রহমান। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন দুই হাজার চিকিৎসক

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এতথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেয়া হয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরা গতকাল তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাদের দাবি দাওয়া নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।

সরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকেরা গতকালের আন্দোলন থেকে সরে এসেছে জানিয়ে তিনি আরও বলেন, এখনো কিছু ইন্টার্ন চিকিৎসক কাজ এবং শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করছেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যাতে নিজেদের দায়িত্ব পালন করেন।

চিকিৎসক এবং রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে বলেও এসময় জানান অধ্যাপক সায়েদুর রহমান। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হবে।