ঠোঁটের চারপাশে কালচে ছোপ দূর হবে ঘরোয়া টোটকাতে

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ধূমপান করেন না, অথচ ঠোঁটের চারপাশের ত্বক বেশ কালচে। ক্রিম, জেল, ময়েশ্চারাইজার- কোনও কিছুই কাজে আসছে না। ঠোঁটের চারপাশের কালো দাগ আপনার সৌন্দর্য ম্লান করে দিতে পারে। অনেক সময় সূর্যের আলো,দূষণ, হরমোনের পরিবর্তন বা ভুল ত্বকের যত্নের অভ্যাসের কারণে এই সমস্যা দেখা দেয়।
অনেকেই আবার এই দাগ তুলতে রাসায়নিক ‘পিল’-এর ব্যবহার করে থাকেন। কিন্তু তাতে কি সত্যিই লাভ হচ্ছে?
এসব রাসায়নিকের ব্যবহারে ত্বকের সমস্যা আরও বেড়ে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই, কারণ এই সমস্যা থেকে মুক্তি পেতে চালের গুঁড়ো, দই এবং মধু দিয়ে তৈরি ফেসপ্যাক কাজে লাগতে পারে। এটি প্রাকৃতিক প্রতিকার, যা ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল এবং দাগমুক্ত করে।
চলুন তাহলে চালের গুঁড়ো, দই এবং মধু ব্যবহারের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক- চালের গুঁড়ো- এটি একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাব, যা মৃত ত্বক দূর করে এবং মুখের রঙ উন্নত করে। দই- এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ট্যানিং দূর করতে সাহায্য করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে। মধু- এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ, যা ত্বককে নরম এবং উজ্জ্বল করে তোলে। প্যাকটি কীভাবে তৈরি এবং প্রয়োগ করবেন?
একটি পাত্রে চালের গুঁড়ো, দই এবং মধু যোগ করুন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন এবার আপনার মুখ পরিষ্কার করে এই পেস্টটি সামান্য ভেজা মুখে লাগান বিশেষ করে ঠোঁটের চারপাশের কালো অংশ হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ১৫-২০ মিনিট শুকাতে দিন।
তারপর হালকা গরম পানিদিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার লাগান। পাশাপাশি দীর্ঘক্ষণ রোদে বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বককে আর্দ্র রাখতে প্রচুর জল পান করুন।