রিউমর স্ক্যানারের প্রতিবেদন
বিদেশ পালানোর বিষয়ে সারজিস এড়িয়ে গেলেন পোস্টে
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালাল সারজিস আলম’ শীর্ষক একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ দাবিগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রমাণ করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল পর্যন্ত ভিডিওটি ৪ লক্ষাধিক বার দেখা হয়েছে এবং এতে প্রায় সাড়ে ১০ হাজার প্রতিক্রিয়া এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য এসেছে। তবে রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওতে রাফি বা সারজিসের বিরুদ্ধে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য নেই। ভিডিওতে মূলত একজন রিকশাচালকের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা তুলে ধরা হয়েছে।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সারজিস আলমের দেশত্যাগের দাবি ভিত্তিহীন। ১২ জানুয়ারি, যে দিন তার দেশত্যাগের দাবি করা হয়েছে, তিনি মৌলভীবাজারের কুরমা চা-বাগানে চা-শ্রমিকদের সমাবেশে অংশ নেন। ১৬ জানুয়ারি তিনি কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচি এবং নাগেশ্বরীতে এক সমাবেশে ভাষণ দেন। এসব কার্যক্রম দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাফির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এবং গ্রেপ্তারের দাবিও সঠিক নয়। রাফি তার অফিসিয়াল ফেসবুক পেজে সক্রিয় থেকে এ ধরনের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার ওপর হামলার অভিযোগ সম্পর্কে লেখেন, আমাদের সীমাবদ্ধতাকে পুঁজি করে বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে।
৮ জানুয়ারি একটি অনলাইন সংবাদমাধ্যম রাফির বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তোলে। রিউমর স্ক্যানার এটি মিথ্যা প্রমাণ করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সারজিস আলম তার ফেসবুকে লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদকের দায়িত্বে আমি নেই ৷ এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে।
এছাড়া, বিদেশ পালানোর প্রতিবেদনের বিষয়ে কিছু বলেননি সারজিস আলম।
‘৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালাল সারজিস আলম’ শীর্ষক ভাইরাল ভিডিওর দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। রিউমর স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের গুজব ছড়ানোর পেছনে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র থাকতে পারে।