ঠাকুরগাঁও দিনব্যাপী পিঠা পুলির উৎসব
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাসের পিঠা উৎসব। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা গ্রামের মেয়েরা কনকনে শীতের মাঝেও বর্ণিল রংয়ের শাড়ি পড়ে এসে নানান জাতের পিঠার থালা সাজিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষা করছে। শুকনা, গোলাপ, শিম, পাঠি, সবুর, ডিম, বিস্কুট, নকশী, ঝিুনক, লবণ, কুলি, পাপড়ি, বকফুল, মালপা, পাঠি ভাপাসহ রকমারী পিঠা নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় বারের মত দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত।
আজ(১৭ জানুয়ারী) শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কাজীপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।কাজীপাড়া যুবসমাজ ও সমাজকল্যাণ পরিষদের ক্লাব এর আয়োজনে দিনব্যাপী এ পিঠা উৎসব শুরু হয়।
বিক্রেতা সবার হাতে রয়েছে গøাবস। মেয়েদের সাথেও রহিমানপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্যরাও পিঠা নিয়ে স্টল দিয়েছেন। সুন্দর নাম দিয়ে ব্যানার লাগিয়ে স্টলে পিঠা সাজানো হয়। স্টলগুলো ছিল কুটুম বাড়ি পিঠাঘর, চড়–ইভাতি পিঠা ঘর, পুষ্ঠি ঘর, নবান্ন পিঠা ঘর, শাপলা পিঠাঘর, গন্ধরাজ পিঠা ঘর, রুপসী বাংলা পিঠা ঘর, অন লাইন পিঠা ঘর ও কিছুক্ষণ পিঠার স্টল।
এর মাঝে নাঈম বস্ত্রালয় স্টল দিয়েছে। পুষ্ঠিকর শাক সবজি ও খাদ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে পুষ্ঠি পিঠাঘর। ঠাকুরগাঁও অনলাইন ঘর নাম করণে স্টলের সাথে আগতদের এ স্টলে তথ্য সেবা প্রদান করছেন।
দ্বিতীয় বারের মত কাজীপাড়া যুবসমাজ ও সমাজকল্যাণ পরিষদের ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে কিশোরীরা বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে সচেতনতা সৃষ্টিতে একটি নাটক পরিবেশন করে। সাথে সাথে চলে কবিতা আবৃত্তি।
মূলত সকাল নয়টা থেকে পিঠার স্টলে বিক্রয় শুরু হলেও বেলাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ সভাপতি সদর উপজেলা বিএনপি, মাহাবুব হোসেন তুহিন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি ,রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কাজীপাড়া ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।
বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও গ্রামীণ সংস্কৃতির ধারক এবং বাহক এ পিঠা উৎসবে শীতের সকাল থেকে লোকে লোকারণ্য ছিল। দিনব্যাপী পিঠা উৎসবে নাটক ও সাস্কৃতিক অনুষ্ঠান হয়।