দোকানে চুরি করতে ঢুকে দেখে ক্যাশে টাকা নাই, নেয়নি মালামাল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথায় আব্দুর রব ফরাজীর মুদি দোকান সোনালী ভান্ডারে চুরির ঘটনা ঘটেছে। তবে দোকানের ক্যাশে থাকা কিছু খুচরা টাকা ছাড়া কিছুই নেননি সেই চোর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক আবদুর রব ফরাজী বলেন,ওইদিন গভীর রাতে এক ব্যক্তি তার দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ছিলো। তবে ক্যাশবাক্সে থাকা কিছু খুচরা টাকা ছাড়া কিছুই নেননি। স্থানীয়দের ধারনা টাকা চুরির উদ্দেশ্য নিয়েই দোকানে ঢুকে ছিলো চোর। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যাক্তি সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে দোকানের ক্যাশবাক্স ভাঙ্গেন। এরপর টাকা না পেয়ে দোকানের শাটার বন্ধ করে বেড়িয়ে চলে যান।
শুক্রবার সকালে রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল তালুকদার ওই দোকান পরিদর্শন করে পুলিশকে খবর দেন। শরণখোলা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করছেন বলে জানান।