ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র দেখিয়ে ১ কোটি টাকা দাবি করে দুষ্কৃতী!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীর ছবি (বামে)

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেতা সাইফের বাড়িতে ঢোকা দুষ্কৃতী ধারালো অস্ত্র দেখিয়ে পরিচারিকাকে হুমকি দেয়। তার কাছ থেকে এক কোটি টাকা দাবিও করে। প্রাথমিক তদন্তে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি ওই দুষ্কৃতীর ছবি প্রকাশ্যে আনে পুলিশ। সাইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে তাকে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসলেও দুষ্কৃতীর পরিচয় জানা যায়নি।

সাইফের জখম পরিচারিকার দাবি, বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে অভিনেতার ছোট ছেলে জে-র ঘরে ছিলেন। সেই সময় শৌচালয়ের কাছে কারও ছায়া দেখতে পান তিনি। ভাবেন হয়তো সইফ ঘরনি করিনা তার সন্তানের ঘরে আসছে। তবে কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না। অথচ শৌচালয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ঘর থেকে তখন বেরন পরিচারিকা। ওই দুষ্কৃতী সেই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই চিৎকার করে ওঠেন পরিচারিকা।

অভিযোগ, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় পরিচারিকাকে। চিৎকার করতে বারণ করে। এরপরই পরিচারিকার কাছ থেকে এক কোটি টাকা দাবি করে দুষ্কৃতী। পরিচারিকা বিপুল টাকা দিতে অস্বীকার করে। তা নিয়ে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।

দেশটির পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটির শব্দে ঘুম ভেঙে যায় সাইফের। তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর টার্গেট বদলায় দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে সে। হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে সইফকে এলোপাথাড়ি আঘাত করে। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় অভিনেতার। বাধা দিতে গিয়ে জখম হন অভিনেতার পরিচারিকাও। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতী।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়ে সে। সিসিটিভি ফুটেজও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এদিকে, এই ঘটনার সময় সইফের গাড়িচালক অনুপস্থিত ছিলেন। সে কারণে ইব্রাহিম এবং সারা আলি খানের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়ামাত্রই সাইফের কাছে পৌঁছন তাঁরা। বাবাকে অটো করে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম। অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল সাইফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র দেখিয়ে ১ কোটি টাকা দাবি করে দুষ্কৃতী!

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

অভিনেতা সাইফের বাড়িতে ঢোকা দুষ্কৃতী ধারালো অস্ত্র দেখিয়ে পরিচারিকাকে হুমকি দেয়। তার কাছ থেকে এক কোটি টাকা দাবিও করে। প্রাথমিক তদন্তে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি ওই দুষ্কৃতীর ছবি প্রকাশ্যে আনে পুলিশ। সাইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে তাকে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসলেও দুষ্কৃতীর পরিচয় জানা যায়নি।

সাইফের জখম পরিচারিকার দাবি, বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে অভিনেতার ছোট ছেলে জে-র ঘরে ছিলেন। সেই সময় শৌচালয়ের কাছে কারও ছায়া দেখতে পান তিনি। ভাবেন হয়তো সইফ ঘরনি করিনা তার সন্তানের ঘরে আসছে। তবে কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না। অথচ শৌচালয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ঘর থেকে তখন বেরন পরিচারিকা। ওই দুষ্কৃতী সেই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই চিৎকার করে ওঠেন পরিচারিকা।

অভিযোগ, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় পরিচারিকাকে। চিৎকার করতে বারণ করে। এরপরই পরিচারিকার কাছ থেকে এক কোটি টাকা দাবি করে দুষ্কৃতী। পরিচারিকা বিপুল টাকা দিতে অস্বীকার করে। তা নিয়ে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।

দেশটির পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটির শব্দে ঘুম ভেঙে যায় সাইফের। তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর টার্গেট বদলায় দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে সে। হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে সইফকে এলোপাথাড়ি আঘাত করে। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় অভিনেতার। বাধা দিতে গিয়ে জখম হন অভিনেতার পরিচারিকাও। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতী।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়ে সে। সিসিটিভি ফুটেজও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এদিকে, এই ঘটনার সময় সইফের গাড়িচালক অনুপস্থিত ছিলেন। সে কারণে ইব্রাহিম এবং সারা আলি খানের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়ামাত্রই সাইফের কাছে পৌঁছন তাঁরা। বাবাকে অটো করে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম। অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল সাইফ।