শিবগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে সোমবার (৬ জানুয়ারি) বিকালে দেশ দরদী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণের এই মহৎ উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শতাধিক অসহায় পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়।
ডাঃ আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি এবং সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ থানা বিএনপির পরিবর্তে প্রধান মেহমান সুফি কবি মাওঃ আনিসুজ্জামান বিদ্যুৎ নগরী, সদস্য, গাইবান্ধা জেলা বিএনপি এবং সেক্রেটারি, জাতীয়তাবাদী ওলামাদল, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকারিয়া ইসলাম বিপ্লব, সাবেক যুগ্ম-আহ্বায়ক, শিবগঞ্জ থানা ছাত্রদল এবং সাবেক যুগ্ম-আহ্বায়ক, শিবগঞ্জ থানা যুবদল উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম আরিফ, গাইবান্ধা জেলার ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, গোবিন্দগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব। অনন্ত সেলিম, সদস্য, সাংবাদিক ইউনিয়ন বগুড়া। মো: রিপন মিয়া দেশের কন্ঠ শিবগঞ্জ প্রতিনিধি, রাসেল আহম্মেদ সদর প্রতিনিধি বগুড়া।
এসময় বিএনপি নেতারা বাংলা টাইমসকে বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপি সবসময়ই জনগণের দুঃসময়ে পাশে ছিল এবং থাকবে।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা-কর্মী, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। জনসাধারণ এই উদ্যোগের জন্য বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।