ফেঁসে যেতে পারেন টিউলিপ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
ব্রিটেনের দুর্নীতিবিরোধী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অর্থ প্রদান না করেই লন্ডনের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন বলে প্রকাশের পরে পদত্যাগ করতে বাধ্য হতে পারেন। এ নিয়ে তিনি বেশ বিপদেই রয়েছেন। টিউলিপের একটি সরকারী প্রতিনিধি দলের অংশ হিসাবে চীনে যাওয়ার কথা ছিল। তাকে এখন ব্রিটেনে থাকতে বলা হয়েছে সম্পত্তি এবং তার খালার সাথে যুক্ত বিষয়ে তদন্তের মুখোমুখি হওয়ার জন্যে। টিউলিপ নিজেই এসব অভিযোগের তদন্ত করতে বলেছেন।
টিউলিপ, যিনি তার পদচ্যুত খালা শেখ হাসিনার সাথে অনিয়মে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন সম্পত্তিতে বসবাস করেছেন বলে অভিযোগ রয়েছে। কারও কারও মতে এই আহ্বান জানানোর মাধ্যমে কার্যত ‘আত্মসমর্পণ’ করলেন টিউলিপ। এ খবর মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) দিয়েছে দ্য টেলিগ্রাফ।
হাসিনা সরকারের পতনের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিদ্দিকের সম্পত্তির লেনদেন নিয়ে তদন্ত জোরদার হয়েছে।
এদিকে টিউলিপ সিদ্দিক ও তার পরিবার সেন্ট্রাল লন্ডনে অ্যাপার্টমেন্টটি কীভাবে অধিগ্রহণ করেছেন, তা খতিয়ে দেখার জন্য টোরি এমপিরা স্যার লরিকে আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে টিউলিপের পদত্যাগও দাবি করেছেন তারা।
সেন্ট্রাল লন্ডনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট পাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে একাধিকবার প্রশ্ন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। জানতে চাওয়া হয়েছিল, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি তিনি তার স্বৈরশাসক খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন কি না।
এর জবাবে টিউলিপ জানান, উপহার হিসেবে নয় বরং তার বাবা-মা তাকে এই ফ্ল্যাটটি কিনে দিয়েছিলেন।