ইসলামপুরে হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হলরুমে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
তিনি বলেন- শীত নিবারণের জন্য চলতি মৌসুমে দরিদ্র মানুষের মাঝে উপজেলার প্রায় সবগুলো এতিম খানায়, শহরের হাট বাজার রাস্তাঘাট স্টেশনসহ বিভিন্ন পাবলিক প্লেসে অবস্থানকারী দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে কোন অসহায় পরিবার যাতে শীতে কস্ট না করে সেই লক্ষে প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি অসহায় পরিবারের দূর্ভোগ লাঘবে তথ্য দিতে সকলের সহযোগীতা কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি মুরাদুজ্জামানের সভাপতিত্বে,এতে উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।