ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত

গাড়ি চালক আবেদ আলীর ব্যাংকে সোয়া ৪১ কোটি!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আলোচিত সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় পৌনে ৪ কোটির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী ও ছেলের নামেও।

রোববার (৫ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনটি মামলাই আজ (রোববার) দায়ের করা হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার তিন কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এর ভিত্তিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার নামে মামলা দায়ের করেছে।

আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তারের নামেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় শাহরিনের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তার ২টি ব্যাংক হিসাবে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও এক কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এ ছাড়া তার ছেলে সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে করা মামলায় ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে বিপিএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর আবেদ আলীসহ পিএসপির ৫ কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতি তদন্ত করতে দুদকে চিঠি দেয় সংস্থাটি। পরে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা করল দুদক।

গত জুলাইয়ে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। একই সাথে গ্রেপ্তার করা হয় পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ আরও ১৫ জনকে। গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলী সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন, তিনি অন্তত ৫০ কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি, তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে তাঁর ডুপ্লেক্স ভবন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত

গাড়ি চালক আবেদ আলীর ব্যাংকে সোয়া ৪১ কোটি!

সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আলোচিত সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় পৌনে ৪ কোটির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী ও ছেলের নামেও।

রোববার (৫ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনটি মামলাই আজ (রোববার) দায়ের করা হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার তিন কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এর ভিত্তিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার নামে মামলা দায়ের করেছে।

আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তারের নামেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় শাহরিনের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তার ২টি ব্যাংক হিসাবে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও এক কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এ ছাড়া তার ছেলে সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে করা মামলায় ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে বিপিএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর আবেদ আলীসহ পিএসপির ৫ কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতি তদন্ত করতে দুদকে চিঠি দেয় সংস্থাটি। পরে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা করল দুদক।

গত জুলাইয়ে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। একই সাথে গ্রেপ্তার করা হয় পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ আরও ১৫ জনকে। গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলী সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন, তিনি অন্তত ৫০ কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি, তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে তাঁর ডুপ্লেক্স ভবন রয়েছে।