ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে’

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কালে

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, বিগত ১৬ বছরে নানা রকম ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর পরেও জামায়াতে ইসলামীকে একদিনের জন্যও জনগন থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আমরা জনগণকে সাথে নিয়েই জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। 

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে নগরীর কোর্ট এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, যুব সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও রাজপাড়া থানা আমীর নুরুল ইসলাম মনি, সেক্রেটারি মাহবুবুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তার, সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর বিভিন্ন সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা। ফলে পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী একদল দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে। সামাজিক কাজ করতে আমরা দল-মত ধর্ম-বর্ণের কোন পার্থক্য করি না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে এসকল সামাজিক কার্যক্রম পরিচালনা করি। 

তিনি আরও বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার ফলে সমাজের ধনী-গরিবের বৈষম্য থাকবে না। সকলেই মর্যাদাশীল নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার লাভ করবে। সমাজ থেকে অনাচার, অবিচার দূর হয়ে যাবে। দুর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজ, মাদক থাকবে না। নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তাই ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কালে

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, বিগত ১৬ বছরে নানা রকম ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর পরেও জামায়াতে ইসলামীকে একদিনের জন্যও জনগন থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আমরা জনগণকে সাথে নিয়েই জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। 

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে নগরীর কোর্ট এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, যুব সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও রাজপাড়া থানা আমীর নুরুল ইসলাম মনি, সেক্রেটারি মাহবুবুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তার, সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর বিভিন্ন সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা। ফলে পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী একদল দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে। সামাজিক কাজ করতে আমরা দল-মত ধর্ম-বর্ণের কোন পার্থক্য করি না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে এসকল সামাজিক কার্যক্রম পরিচালনা করি। 

তিনি আরও বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার ফলে সমাজের ধনী-গরিবের বৈষম্য থাকবে না। সকলেই মর্যাদাশীল নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার লাভ করবে। সমাজ থেকে অনাচার, অবিচার দূর হয়ে যাবে। দুর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজ, মাদক থাকবে না। নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তাই ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।