সংবাদ শিরোনাম ::
জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার
রংপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।