ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বন্ধের বসান, ১৭ দিন পর বাস চলাচল শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

0-4608x2602-0-0#

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর বাস মালিক গ্রুপের সাথে পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বদ্বে টানা ১৭ দিন ধরে বাস চলাচল বন্ধের পর শনিবার (৪ জানুয়ারি) চালু হয়েছে। অবশেষে দ্বদ্ব নিরসন না হয়েই জেলা প্রশাসনের হস্তক্ষেপে দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে।

১৭ দিনের বাস বন্ধের অচলাবস্থায় ফুলবাড়ী থেকে সৈয়দপর ও রংপুর যেতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।ধর্মঘটে বেকার হয়ে পড়েন শতাধিক চালক-শ্রমিক।

গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের নিয়মিত মিটিং -এ দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে ২ সপ্তাহ বাস চলাচল বন্ধের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ ওই সভায় উপস্থিত থেকে ৩ জানুয়ারি থেকেই বাস চলাচলের সিদ্ধান্ত হয়।সূত্রমতে যেহেতু পার্বতীপুর বাস মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয়,সেহেতু তাদের দাবির কোনোই বৈধতা নেই। এমন অবস্থায় তাদের সাথে বসার বিষয়টি মূখ্য নয়। পরে দিনাজপুর জেলা প্রশাসকের প্রস্তাবে শুক্রবার ছুটির দিন বাদে শনিবার থেকে বাস চলার সিদ্ধান্তে বাস চলতে শুরু করে।

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভাস্যমতে পার্বতীপুর বাস মালিক সমিতি আজকেউ শনিবার (৪ জানুয়ারি) বাস চলাচল বাধাগ্রস্ত করতে প্রতিবন্ধক সৃষ্টি করলে বাস শ্রমিকরাই তা প্রতিহত করে।

উল্লেখ্য, দিনাজপুর বাস মালিক গ্রæপের ১১টি বাস চলে প্রায় ২০ বছর ধরে জেলাসহ পার্বতীপুর-ফুলবাড়ী-নবাবগঞ্জ থানার বিভিন্ন রাস্তায়।এর মধ্যে পার্বতীপুরের মাত্র ১টি বাস চলে পার্বতীপুর বাস মালিক সমিতির। পার্বতীপুর বাস মালিক সমিতির দাবি যেহেতু তাদের জায়গায় অর্থাৎ রাস্তার একটা বড় এলাকাজুড়ে তাদের সীমানায় অবস্থিত,সেহেতু তাদের আরো কয়েকটি বাস চলতে দিতে হবে। দিনাজপুর মালিক ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটারের মধ্যে মাত্র ১৮কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। এর মধ্যে আমাদের পার্বতীপুর এলাকারই ১৭কিলোমিটার। ওই রুটে ফুলবাড়ী থেকে মোট ১১টি বাস চলাচল করলেও দিনাজপুর মালিক পক্ষেরই ১০টি বাস। বিগত আওয়ামী শাসনামপেক্ষ আমাদেরকে ওই রুটে মাত্র ১টি বাস চলতে দেয়। আমরা বৈষম্যের শিকার হয়েছি। ইতোমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতি, দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়। সেই চিঠির কোনো জবাব না পাওয়ায় পার্বতীপুর বাস মালিক সমিতি বাধ্য হয়ে বাস বন্ধ করে দিলে  ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল গত ১৮ ডিসেম্বর থেকে ০৩ জানুয়ারি ১৭ দিন বাস চলাচল বন্ধ থাকে।

ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাষ্টার মিজানুর রহমান বলেন, গত ১৮ তারিখ থেকে পার্বতীপুর বাস মালিক সমিতির সাথে দিনাজপুর মালিক পক্ষের দ্ব›েদ্ব ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি তো হচ্ছেই সাথে বেকার হয়ে পড়ে শতাধিক শ্রমিক। অবশেষে বাস চালু হয়েছে ।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকার জানান, দ্বদ্বটি মূলত দিনাজপুর বাস মালিক গ্রæপের সাথে পার্বতীপুর বাস মালিক সমিতির। পার্বতীপুর বাস মালিক সমিতি ফুলবাড়ী-রংপুর রুটে চলাচলকৃত বাসের সংখ্যা নিয়ে।বাসের ধর্মঘট ১৭ দিন হতে চললো । এতে যাত্রী সাধারনের দুর্ভোগের পাশাপাশি অনেক বামশ্রমিক বেকার হয়ে পড়েছে।

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন,  দিনাজপুর মালিক ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটারের মধ্যে মাত্র ১৮কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। এর মধ্যে আমাদের পার্বতীপুর এলাকারই ১৭কিলোমিটার। ওই রুটে ফুলবাড়ী থেকে মোট ১১টি বাস চলাচল করলেও দিনাজপুর মালিক পক্ষেরই ১০টি বাস। বিগত আওয়ামী শাসনামপেক্ষ আমাদেরকে ওই রুটে মাত্র ১টি বাস চলতে দেয়। আমরা বৈষম্যের শিকার হয়েছি। এখন এই বৈষম্য আর চলবে না। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে বাস চলাচলে সম্মতি দিয়েছি।                      

দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বাংলা টাইমসকে জানান, বিষয়টি নিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়সহ সভা করা হয়েছে।তারা বাস চালাতে বলেছেন,অন্য পক্ষ যেহেতু রেজিস্ট্রেশনকৃত নয়,তাহলে তাদের সাথে বৈঠক বা চিঠি নয়।

 ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, এটা দীর্ঘদিনের দ্ব›দ্ব। প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই ইস্যুটি দেখা দিয়েছে। সমাধান প্রায় হয়ে গেছে। শনিবার থেকে বাস চলছে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, বাস বন্ধের বিষয়টি নিরসন হয়ে যাবে।  শনিবার থেকে বাস চলছে। আশা করি আর সমস্যা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বন্ধের বসান, ১৭ দিন পর বাস চলাচল শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

দিনাজপুর বাস মালিক গ্রুপের সাথে পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বদ্বে টানা ১৭ দিন ধরে বাস চলাচল বন্ধের পর শনিবার (৪ জানুয়ারি) চালু হয়েছে। অবশেষে দ্বদ্ব নিরসন না হয়েই জেলা প্রশাসনের হস্তক্ষেপে দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে।

১৭ দিনের বাস বন্ধের অচলাবস্থায় ফুলবাড়ী থেকে সৈয়দপর ও রংপুর যেতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।ধর্মঘটে বেকার হয়ে পড়েন শতাধিক চালক-শ্রমিক।

গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের নিয়মিত মিটিং -এ দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে ২ সপ্তাহ বাস চলাচল বন্ধের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ ওই সভায় উপস্থিত থেকে ৩ জানুয়ারি থেকেই বাস চলাচলের সিদ্ধান্ত হয়।সূত্রমতে যেহেতু পার্বতীপুর বাস মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয়,সেহেতু তাদের দাবির কোনোই বৈধতা নেই। এমন অবস্থায় তাদের সাথে বসার বিষয়টি মূখ্য নয়। পরে দিনাজপুর জেলা প্রশাসকের প্রস্তাবে শুক্রবার ছুটির দিন বাদে শনিবার থেকে বাস চলার সিদ্ধান্তে বাস চলতে শুরু করে।

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভাস্যমতে পার্বতীপুর বাস মালিক সমিতি আজকেউ শনিবার (৪ জানুয়ারি) বাস চলাচল বাধাগ্রস্ত করতে প্রতিবন্ধক সৃষ্টি করলে বাস শ্রমিকরাই তা প্রতিহত করে।

উল্লেখ্য, দিনাজপুর বাস মালিক গ্রæপের ১১টি বাস চলে প্রায় ২০ বছর ধরে জেলাসহ পার্বতীপুর-ফুলবাড়ী-নবাবগঞ্জ থানার বিভিন্ন রাস্তায়।এর মধ্যে পার্বতীপুরের মাত্র ১টি বাস চলে পার্বতীপুর বাস মালিক সমিতির। পার্বতীপুর বাস মালিক সমিতির দাবি যেহেতু তাদের জায়গায় অর্থাৎ রাস্তার একটা বড় এলাকাজুড়ে তাদের সীমানায় অবস্থিত,সেহেতু তাদের আরো কয়েকটি বাস চলতে দিতে হবে। দিনাজপুর মালিক ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটারের মধ্যে মাত্র ১৮কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। এর মধ্যে আমাদের পার্বতীপুর এলাকারই ১৭কিলোমিটার। ওই রুটে ফুলবাড়ী থেকে মোট ১১টি বাস চলাচল করলেও দিনাজপুর মালিক পক্ষেরই ১০টি বাস। বিগত আওয়ামী শাসনামপেক্ষ আমাদেরকে ওই রুটে মাত্র ১টি বাস চলতে দেয়। আমরা বৈষম্যের শিকার হয়েছি। ইতোমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতি, দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়। সেই চিঠির কোনো জবাব না পাওয়ায় পার্বতীপুর বাস মালিক সমিতি বাধ্য হয়ে বাস বন্ধ করে দিলে  ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল গত ১৮ ডিসেম্বর থেকে ০৩ জানুয়ারি ১৭ দিন বাস চলাচল বন্ধ থাকে।

ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাষ্টার মিজানুর রহমান বলেন, গত ১৮ তারিখ থেকে পার্বতীপুর বাস মালিক সমিতির সাথে দিনাজপুর মালিক পক্ষের দ্ব›েদ্ব ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি তো হচ্ছেই সাথে বেকার হয়ে পড়ে শতাধিক শ্রমিক। অবশেষে বাস চালু হয়েছে ।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকার জানান, দ্বদ্বটি মূলত দিনাজপুর বাস মালিক গ্রæপের সাথে পার্বতীপুর বাস মালিক সমিতির। পার্বতীপুর বাস মালিক সমিতি ফুলবাড়ী-রংপুর রুটে চলাচলকৃত বাসের সংখ্যা নিয়ে।বাসের ধর্মঘট ১৭ দিন হতে চললো । এতে যাত্রী সাধারনের দুর্ভোগের পাশাপাশি অনেক বামশ্রমিক বেকার হয়ে পড়েছে।

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন,  দিনাজপুর মালিক ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটারের মধ্যে মাত্র ১৮কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। এর মধ্যে আমাদের পার্বতীপুর এলাকারই ১৭কিলোমিটার। ওই রুটে ফুলবাড়ী থেকে মোট ১১টি বাস চলাচল করলেও দিনাজপুর মালিক পক্ষেরই ১০টি বাস। বিগত আওয়ামী শাসনামপেক্ষ আমাদেরকে ওই রুটে মাত্র ১টি বাস চলতে দেয়। আমরা বৈষম্যের শিকার হয়েছি। এখন এই বৈষম্য আর চলবে না। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে বাস চলাচলে সম্মতি দিয়েছি।                      

দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বাংলা টাইমসকে জানান, বিষয়টি নিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়সহ সভা করা হয়েছে।তারা বাস চালাতে বলেছেন,অন্য পক্ষ যেহেতু রেজিস্ট্রেশনকৃত নয়,তাহলে তাদের সাথে বৈঠক বা চিঠি নয়।

 ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, এটা দীর্ঘদিনের দ্ব›দ্ব। প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই ইস্যুটি দেখা দিয়েছে। সমাধান প্রায় হয়ে গেছে। শনিবার থেকে বাস চলছে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, বাস বন্ধের বিষয়টি নিরসন হয়ে যাবে।  শনিবার থেকে বাস চলছে। আশা করি আর সমস্যা হবে না।