‘আমাদের এখন সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তুলবার’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এখন সুযোগ সৃস্টি হযেছে নতুন বাংলাদেশ গড়ে তুলবার।
আওয়ামীগ সব সময় জোড় করে ক্ষমতায় থাকতে চায়। আজকে ছাত্র-জনতার আন্দোলনে যখন হাসিনা পালিয়ে গেছে। সব মিলিয়ে ফ্যাসিবাকে বিতারিত করতে সক্ষম হয়েছি। তখন আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার সুযোগ হয়েছে।
আজ চক্রান্ত শুরু হয়েছে আমরা মাথা নত করবো না। আমরা যেনো জনগনের সরকার প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষে এগিয়ে যেতে হবে।
তিনি শনিবার (৪ জানুয়ারি) রাতে ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শহরের পাবলিক পাঠাগার মাঠে জেলা ছাত্র দল আয়োজিত ছাত্র সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন।
এর আগে এ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা ছাত্র দলের সভাপিত মোঃ কায়েসসহ অনেকেই বক্তব্য রাখেন।
ছাত্র সমাবেশে জেলার পাচটি উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা ছাড়াও জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা ছাত্র দলের একটি বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।