গোপনে কমিটি বানালেন বিএনপি নেতা শাহে আলম
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে
বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার ভরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির তালিকাটির বিষয়ে জোরপূর্বক গঠনের একটি অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪/৫ সপ্তাহ আগে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম উপজেলা শিক্ষা অফিসারকে দিয়ে কৌশলে মহাস্থান মাহীসওয়ার ও মহাস্থান উচ্চ বিদ্যালয় সহ ১০০ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুপারেনটেনডেন্টকে নিয়ে গোপনে মিটিং করে। উক্ত মিটিংয়ে উপজেলা শিক্ষা অফিসার ডাকলেও এর নৈপথে ছিল মীর শাহে আলম ।
মিটিংয়ে বক্তব্যে বলেন,প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের যে তালিকা আমি দিবো, সেই তালিকায় পূরণ করতে হবে। বলে অভিযোগের মাধ্যমে জানান, অভিযোগকারী তিনি আরো বলেন ঘটনাটি সঠিক এবং সত্য ।বিশ্বাস না হলে সবিনয় নিরপেক্ষ তদন্ত করে দেখতে পারেন। তার নির্দেশ না মানলে চাকরিচ্যুত করা সহ বিভিন্ন হেনস্থা করার হুমকি দেয় বিএনপি’র এই সভাপতি। শিক্ষক নিয়োগ বাণিজ্য করার কৌশলী পদক্ষেপ ছিল তার, যার প্রতিফলন ইতিমধ্য উক্ত উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।
এরকম একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের, অভিভাবক ও শিক্ষার্থীদের পছন্দের বিরুদ্ধে কমিটি গঠন করা হচ্ছে। একজন ব্যক্তির পছন্দের এবং প্রধান শিক্ষকদের ভয় ভীতি দেখিয়ে মীর শাহে আলম তার তালিকা অনুযায়ী জোর জবরদস্তি করে কমিটির গঠনের প্রক্রিয়াটি সম্পূর্ণ আইন বিরোধী বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি। ২ জানুয়ারি এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল করা হলে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।