৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তাসকিন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
বিপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ। বিপিএলের সেরা বোলিং ফিগারের রেকর্ড এখন টাইগার পেসারের। সেই সাথে সবধরনের টি-টুয়েন্টি প্রতিযোগিতায় এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও নাম লিখিয়েছেন তাসকিন। রেকর্ডের দিনে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে রাজশাহী রয়্যালস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আসরের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএলের ইতিহাসে যা রেকর্ড। ২০২০ আসরে মোহাম্মদ আমির খুলনার হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি দখলে রেখেছিলেন।
টি-টুয়েন্টিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭ উইকেট শিকারের ঘটনায় এটি তৃতীয়। তাসকিনের আগে ২০২৩ সালে মালয়েশিয়ার সিরাজুল ইদ্রিস চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নেন। ২০১৯ সালে ইংলিশ ভাইটালিটি ব্লাস্টে লিচেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ারসের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন নেদারল্যান্ডসের কলিন একেরম্যান।
বিপিএলে দ্বিতীয়বার ৫ বা তার বেশি উইকেট শিকার করলেন তাসকিন। ২০১৬ আসরে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
বিপিএলের উইকেট সংখ্যায় দুইয়ে এসেছেন তাসকিন। ৮০ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১১২। উপরে আছেন কেবল সাকিব আল হাসান। ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট তুলে শীর্ষে টাইগার অলরাউন্ডার। ৮৮ ম্যাচে ১১০ উইকেট নিয়ে তিনে পেসার রুবেল হোসেন।
তাসকিনের আলো ছড়ানো ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রানে থেমেছে দলটি।
তাসকিন শিকারের শুরুটা করেন লিটন দাসকে দিয়ে। নিজের প্রথম ওভারে ফেরান লিটনকে। দ্বিতীয় ওভারে ফেরান তানজিদ তামিমকে।
১৭তম ওভারে দ্বিতীয় স্পেলে বলে আসেন তিনি। ওভারে দুই উইকেট শিকার করেন। শাহাদাত হোসেন দীপুকে ফেরানোর পর আউট করেন চতুরাঙ্গা ডি সিলভাকে। ইনিংসের শেষ ওভারে আসেন নিজের শেষ ওভার করতে। যে ওভারে ২ রান খরচায় ৩ উইকেট নেন। আলাউদ্দিন বাবুকে ফেরান দ্বিতীয় বলে, পরের বলে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধকে। পঞ্চম বলে শুভম রাঞ্জানেকে ফিরিয়ে রেকর্ডবুকে নাম লেখান তাসকিন।