ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই পাওয়া যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৪১টি পরিমার্জিত পাঠ্যবই এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির সব বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

এ বছরের জন্য ৪১ কোটি বই ছাপানোর মধ্যে ৬ কোটি বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে।

এনসিটিবি চেয়ারম্যান উল্লেখ করেন, পূর্ববর্তী বছরগুলোতে বই উৎসব আয়োজনের নামে অর্থের অপচয় হয়েছে। তিনি বলেন, এ বছর সময়মতো বই বিতরণ নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, বছরের প্রথম দিন থেকেই সারা দেশে শিক্ষার্থীরা তাদের স্কুলে উপস্থিত হয়েছে। ঢাকার আজিমপুর গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নতুন বছরের পাঠ্যসূচি শুরু করতে উৎসাহিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই পাওয়া যাবে অনলাইনে

সংবাদ প্রকাশের সময় : ০১:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৪১টি পরিমার্জিত পাঠ্যবই এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির সব বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

এ বছরের জন্য ৪১ কোটি বই ছাপানোর মধ্যে ৬ কোটি বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে।

এনসিটিবি চেয়ারম্যান উল্লেখ করেন, পূর্ববর্তী বছরগুলোতে বই উৎসব আয়োজনের নামে অর্থের অপচয় হয়েছে। তিনি বলেন, এ বছর সময়মতো বই বিতরণ নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, বছরের প্রথম দিন থেকেই সারা দেশে শিক্ষার্থীরা তাদের স্কুলে উপস্থিত হয়েছে। ঢাকার আজিমপুর গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নতুন বছরের পাঠ্যসূচি শুরু করতে উৎসাহিত।