ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে দুই শিশু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে গিয়ে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়েছে। এরমধ্যে একজনের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দুই শিশুকে ওই রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ডা. শাওন বিন রহমান জানান, ‘নিউ ইয়ার’ উদ্‌যাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। ফারহান (৮) নামের ওই শিশুকে ভর্তি করা হয়েছে। আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

নতুন বছর বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্‌যাপন করতে দেখা গেছে।

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে দুই শিশু দগ্ধ

সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে গিয়ে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়েছে। এরমধ্যে একজনের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দুই শিশুকে ওই রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ডা. শাওন বিন রহমান জানান, ‘নিউ ইয়ার’ উদ্‌যাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। ফারহান (৮) নামের ওই শিশুকে ভর্তি করা হয়েছে। আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

নতুন বছর বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্‌যাপন করতে দেখা গেছে।

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে।