ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাকে হারিয়ে শুভ সূচনা রংপুরের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। সোমবার (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রংপুর ৪০ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালকে। মাহেদি ২৭ রানে ৪ উইকেট এবং খুশদিল ২৩ বলে অপরাজিত ৪৬ রান করার পর বল হাতে ২ উইকেট নেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৪ রান তুলে রংপুর রাইডার্স। ঢাকার আফগানিস্তানের স্পিনার আমির হামজার বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন রংপুরের যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর।

মারমুখী শুরুর পর দলীয় ২০ রানে দুই ওপেনার টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসেকে হারায় রংপুর। টেইলর ৭ বলে ১৪ ও হেলস ৫ রানে আউট হন।

শুরুর ধাক্কা সামাল দিতে তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন সাইফ ও পাকিস্তানের ইফতিখার। ২টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে শিকার করে জুটি ভাঙ্গেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু।

হাফ-সেঞ্চুরি দোরগোড়ায় গিয়ে বাবুর শিকার হন ইফতেখার। ৮টি চারে ৩৮ বলে ৪৯ রান করেন ইফতিখার।

ইফতিখারের বিদায়ে ক্রিজে এসে ক্যামিও ইনিংস খেলে রংপুরের রান দেড়শ পার করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় ১৭৩ রানে আউট হবার আগে ৬টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে রংপুরকে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন খুশদিল। ৩টি করে চার-ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন খুশদিল।

ঢাকার বাবু ৪৩ রানে ৩টি ও মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন। ১৯২ রানের টার্গেটে দলকে ভালো শুরু এনে দেন ঢাকা ক্যাপিটালের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। পাওয়ার প্লেতে ৫৮ রান পায় ঢাকা।

অষ্টম ওভারে ঢাকার উদ্বোধনী জুটি ভাঙেন রংপুরের স্পিনার মাহেদি হাসান। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ৩০ রান করা তানজিদকে শিকার করেন মাহেদি। লিটন-মাহেদি ৪৫ বলে ৬৫ রানের সূচনা করেন।

এরপর আরও ৩ উইকেট নিয়ে ঢাকাকে চাপে ফেলে দেন মাহেদি। ৭৫ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা। পরবর্তীতে আরও ঘুড়ে দাঁড়াতে পারেনি ঢাকা। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা।

পরের দিকে ইংল্যান্ডের স্টিফেন এসকিনাজাই ও অধিনায়ক শ্রীলংকার থিসারা পেরেরার ১৭ রান করেন। এছাড়া লোয়ার-অর্ডারে মুকিদুল ইসলাম ১৮ ও নাজমুল ইসলামের অপরাজিত ১২ রানে হারের ব্যবধান কমে ঢাকার। বল হাতে রংপুরের মাহেদি ৪ ওভারে ২৭ রানে ৪টি ও খুশদিল ১৫ রানে ২ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকাকে হারিয়ে শুভ সূচনা রংপুরের

সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। সোমবার (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রংপুর ৪০ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালকে। মাহেদি ২৭ রানে ৪ উইকেট এবং খুশদিল ২৩ বলে অপরাজিত ৪৬ রান করার পর বল হাতে ২ উইকেট নেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৪ রান তুলে রংপুর রাইডার্স। ঢাকার আফগানিস্তানের স্পিনার আমির হামজার বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন রংপুরের যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর।

মারমুখী শুরুর পর দলীয় ২০ রানে দুই ওপেনার টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসেকে হারায় রংপুর। টেইলর ৭ বলে ১৪ ও হেলস ৫ রানে আউট হন।

শুরুর ধাক্কা সামাল দিতে তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন সাইফ ও পাকিস্তানের ইফতিখার। ২টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে শিকার করে জুটি ভাঙ্গেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু।

হাফ-সেঞ্চুরি দোরগোড়ায় গিয়ে বাবুর শিকার হন ইফতেখার। ৮টি চারে ৩৮ বলে ৪৯ রান করেন ইফতিখার।

ইফতিখারের বিদায়ে ক্রিজে এসে ক্যামিও ইনিংস খেলে রংপুরের রান দেড়শ পার করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় ১৭৩ রানে আউট হবার আগে ৬টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে রংপুরকে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন খুশদিল। ৩টি করে চার-ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন খুশদিল।

ঢাকার বাবু ৪৩ রানে ৩টি ও মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন। ১৯২ রানের টার্গেটে দলকে ভালো শুরু এনে দেন ঢাকা ক্যাপিটালের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। পাওয়ার প্লেতে ৫৮ রান পায় ঢাকা।

অষ্টম ওভারে ঢাকার উদ্বোধনী জুটি ভাঙেন রংপুরের স্পিনার মাহেদি হাসান। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ৩০ রান করা তানজিদকে শিকার করেন মাহেদি। লিটন-মাহেদি ৪৫ বলে ৬৫ রানের সূচনা করেন।

এরপর আরও ৩ উইকেট নিয়ে ঢাকাকে চাপে ফেলে দেন মাহেদি। ৭৫ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা। পরবর্তীতে আরও ঘুড়ে দাঁড়াতে পারেনি ঢাকা। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা।

পরের দিকে ইংল্যান্ডের স্টিফেন এসকিনাজাই ও অধিনায়ক শ্রীলংকার থিসারা পেরেরার ১৭ রান করেন। এছাড়া লোয়ার-অর্ডারে মুকিদুল ইসলাম ১৮ ও নাজমুল ইসলামের অপরাজিত ১২ রানে হারের ব্যবধান কমে ঢাকার। বল হাতে রংপুরের মাহেদি ৪ ওভারে ২৭ রানে ৪টি ও খুশদিল ১৫ রানে ২ উইকেট নেন।