শিবগঞ্জ ইউএনওর অফিস পুড়ে ছাই (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১২৮৭ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের আসবাব পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা প্রহরী সুমন মিয়া জানান, বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ওয়াইফাই লাইন থেকে একটি শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমরা বুঝতে পারি এবং একজন ইলেকট্রিক মিস্ত্রি এনে দেখায় তো চার্জার লাইট খুলে রেখে চলে যায়, তো তারপর দেখি ভেতরের লাইট আব- ঝাপ করছে ।তারপর কিছুক্ষণ পরে আসিফ নামের একজন বলে ভাই ভিতরে আরও শব্দ হচ্ছে। তখনই আমি সভা কক্ষের ওখান থেকে এসে দেখি অনেক ধোয়া বের হচ্ছে এবং আগুনের কুণ্ডলী বের হচ্ছে তাৎক্ষণিকভাবে আমি স্যারকে ফোন করি। ওয়াইফাই লাইন এর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরে আমি সহ অন্যান্য কর্মকর্তা মিলে অফিস কক্ষের তালা খুলে দেখতে পাই আগুনে পুড়ছে অফিস কক্ষ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা তাহমিনা আক্তার বলেন, আমি পূর্ব নির্ধারিত মহাস্থানগড়ের প্রোগ্রাম থেকে ছয়টার দিকে আসার পথে আমার অফিস সহকারী আনোয়ার জানায়, আমার অফিসেই আগুন লেগেছে তখনই আমি ফায়ার সার্ভিসকে অবগত করি। এরপর অফিসের দিকে আসি, আমি জানতে পারি আগে থেকেই যে অফিসে শর্ট সার্কিট এর সমস্যা ছিল। সম্ভবত সেই ইলেকট্রিক গোলযোগের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত ঘটে। আমি যখন তিনটার দিকে অফিসে ছিলাম তখনই দেখেছি একটু সমস্যা হচ্ছিল তখন আমার সঙ্গে আরো অফিসার ছিলেন তখন স্কাউটস এর একটি মিটিং ছিল । নাশকতা বা অন্যকোন কারণে ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র টিভি, সোফা, এসি, ফ্রিজ, চেয়ার-টেবিল সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অগ্নিকান্ডের ঘটনা জানার পরেই তাৎক্ষনিক ভাবে শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনার স্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।