টাঙ্গাইলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইল পৌরসভার বৃহত্তর সাবালিয়া ও কোদালিয়া ওয়ার্ডের আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বৃহত্তর সাবালিয়া ও কোদালিয়া নাগরিক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. আব্দুল বাকী মিয়া, ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সভায় অপরাধ কর্মকান্ডের বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বৃহত্তর সাবালিয়া ও কোদালিয়া ওয়ার্ডের অন্যান্য সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।