ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেড় যুগ পর বাটাজোর বন্দর কমিটির নির্বাচন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দেড় যুগ পর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর ব্যবসায়ী কমিটির নেতা নির্বাচিত করেছেন বন্দরের ব্যবসায়ীরা।

রোববার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ন পরিবেশে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ব্যবসায়ী তাদের ভোট প্রদান করেন।

এতে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী এবং অন্যান্য পদে একাধিক প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করেন। ওইদিন রাতেই ভোটের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ অলিউল্লাহ।

প্রাপ্ত ফলাফলে আনারস মার্কার প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল ২৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী দাদন মিয়া খাতা মার্কায় নিয়ে ১৫৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বই মার্কার প্রার্থী এমদাদ হোসেন পান্না ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জসিম সিকদার কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছেন ১১৭ ভোট।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, বাটাজোর বন্দরের ট্রেড লাইসেন্সধারী বৈধ ব্যবসায়ীরা স্বচ্ছ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। নির্বাচন শান্তিপূর্ন করার লক্ষে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার অন্যান্য বাজারের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে চাইলে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেড় যুগ পর বাটাজোর বন্দর কমিটির নির্বাচন

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ দেড় যুগ পর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর ব্যবসায়ী কমিটির নেতা নির্বাচিত করেছেন বন্দরের ব্যবসায়ীরা।

রোববার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ন পরিবেশে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ব্যবসায়ী তাদের ভোট প্রদান করেন।

এতে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী এবং অন্যান্য পদে একাধিক প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করেন। ওইদিন রাতেই ভোটের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ অলিউল্লাহ।

প্রাপ্ত ফলাফলে আনারস মার্কার প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল ২৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী দাদন মিয়া খাতা মার্কায় নিয়ে ১৫৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বই মার্কার প্রার্থী এমদাদ হোসেন পান্না ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জসিম সিকদার কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছেন ১১৭ ভোট।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, বাটাজোর বন্দরের ট্রেড লাইসেন্সধারী বৈধ ব্যবসায়ীরা স্বচ্ছ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। নির্বাচন শান্তিপূর্ন করার লক্ষে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার অন্যান্য বাজারের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে চাইলে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।