টাঙ্গাইলে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ও পুরস্কার প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান করা হয়েছে। পুলিশ লাইন্স টাঙ্গাইলের মাল্টিপারপাস শেডে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আবদুল্ লাহ্ আল্ মামুন।
সভাপতির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল গফুর, মোঃ আব্দুল কদ্দুস, মোঃ আব্দুল মান্নান, আইরিন পারভীন, সহকারী শিক্ষক শামীমা আক্তার ও তামিম আহমেদ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার। এ সময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবকগণ ‘সহ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এক উৎসবের সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির গোলাপ, জবা এবং শাপলা শাখার শিক্ষার্থীরা তাদের অসাধারণ অর্জনের জন্য পুরস্কৃত হন। বিভিন্ন শ্রেণি ও শাখায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা তাদের অধ্যয়নের প্রতি অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের নির্দেশনার ফলে এই সফলতা অর্জন করেছে। তাদের এই অর্জন বিদ্যালয়ের জন্য সফলতা।
অতিথিরা শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ একত্রিত হয়ে একটি অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। ৮ম শ্রেণির গোলাপ শাখার ছাত্রী সুমাইয়া আক্তার সর্বোচ্চ নম্বর অর্জন করে সকলকে চমকে দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অতিথিগণ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। স্কুল কর্তৃপক্ষ নতুন বছরে বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবকে আরও উন্নত করার পরিকল্পনার কথা জানান।