‘পতিত স্বৈরাচার সরকার শিক্ষাকে ধ্বংস করেছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, সকল শিক্ষা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে। এছাড়াও সন্তান্দের শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে। এতে কওে দেশে মেধাশূন্যতা দেখা দিয়েছে। পনের বছরে তারা শিক্ষার পাশাপাশি দেশকে তলাবিহিন ঝুগিতে পরিণত করেছে বলে উল্লেখ করেন তিনি। এ সময়ে তিনি ভাল ফলাফলকারী শিক্ষার্থীদেও অভিনন্দগ ও শুভেচ্ছা জানান।
সোমবার (৩০ ডিসেম্বর)নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীদের পুরস্কৃার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনের প্রধান শক্তি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের স্বার্থ সবার আগে দেখতে হবে। সূচনালগ্ন থেকেই এই বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত বছরের ফলাফল বিবেচনায় বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভালো। এর ফলস্বরূপ চলতি বছরে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ শ্রেষ্ঠ শিক্ষক এর মর্যাদা পেয়েছেন। এক্ষেত্রে শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও সন্তানদের যত্ন এসবের জন্যই আজকে শিক্ষার্থীদের চূড়ান্ত সফলতা এসেছে। তিনি বলেন, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, তারা গান করতে করতে ফসল তুলে আনেন। আজকে আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা তাদের সফলতার ফসল নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা আরও ভালো করুক, ২০২৫ খ্রিষ্টাব্দ সবার জন্য শুভ হোক। শিক্ষার্থীরা সার্বিক বিকাশে বিকশিত হোক, এটাই সকলের প্রত্যাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সামসুদ্দীন প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম পিটার ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক জাইদুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’ও সাবেক আহবায়ক কমিটির সদস্য মামুনুর রহমান জেড, নওহাটা পৌর বিএনপি’র সাবেক আহŸায়ক কমিটির সদস্য শফিকুর রহমান শরিফ, পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুর্তুজা আলী, নওহাটা পৌর যুবদল নেতা মিজানুর রহমান ও নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।