মাধবপুরে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুন নাহার খানম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন-সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: কবির হোসেন, মো: রফিকুল নাজিম, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো: মহিউদ্দিন আহাম্মেদ,এনটিভি প্রতিনিধি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক মিঠুন রায় সহ শিক্ষক-শিক্ষিকারা। আলোচনা সভা শেষে মেম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।