সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে সাবেক পৌর মেয়র কাদের শেখ আটক
জামালপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের দেওয়ানপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রোববার সকালে ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশ।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুরের সভারচরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন এক ছাত্রদল নেতা। মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের সেখ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।