১৪ কোটি টাকা নিয়ে উধাও এনজিও
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 41;
চাঁপাইনবাবগঞ্জে ১৪ কোটি টাকা নিয়ে উধাও এনজিও মালিক উধাও হয়ে গেছে। অনিবন্ধিত ভূয়া এনজিও নিবির মানবিক উন্নয়ন সংস্থা থেকে টাকা ফেরত ও মালিকের শাস্তির দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কমসূচিতে ২ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে ও নিবির মানবিক উন্নয়ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং গ্রাহকদের কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
অবস্থান কমসূচিতে অংশগ্রহণকারী গ্রাহক শফিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে সাড়ে ৭ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবী জানান।
ভুক্তভোগীরা আরো জানান, নিবিরসহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি দেয়া হয়।