প্রশাসন ক্যাডারদের সঙ্গে বৈঠকে বসেছেন জনপ্রশাসন সচিব
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তে সৃষ্ট সমস্যা সমাধানে প্রশাসন ক্যাডারদের সঙ্গে বৈঠকে বসেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় সচিবের নিজ দপ্তরে মিনি কনফারেন্স রুমে দপ্তরে অবস্থান নেওয়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানা গেছে।
এর আগে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্লার নেতৃত্বে তাদের দাবি-দাওয়াগুলো সচিবের কাছে তুলে ধরবেন।
প্রশাসন ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং এই কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান রেগুলার সার্ভিসে থাকলে এ ধরনের সুপারিশ করতে যাওয়ার চিন্তাও করতেন না।