সংবাদ শিরোনাম ::
বিজয় দিবসে চাঁদাবাজি, ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন
আবু হানিফ, বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসন মহান বিজয় দিবসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত টাকা চাঁদা আদায়ের অভিযোগে ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন করেছে জনতা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, মধু তালুকদারসহ অন্যরা।
বক্তারা চাঁদাবাজির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের অপসারণের দাবি জানান।
তবে, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ এবিষয়ে বলেন, প্রতি বছরের মতো সুন্দর ভাবে মহান বিজয় দিবস পালন করতে একইভাবে টাকা তোলা হয়েছে। কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি।