‘ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ক্রিসমাস ‘ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় ও প্রচন্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল ও মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।
এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।