ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে প্রাচ্য আকাদেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামিকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রাচ্য আকাদেমি (স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড কালচার ) যশোর’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে প্রাচ্য সংঘ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জানানো হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকালের অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন শহর যশোরে প্রতিষ্ঠিত প্রাচ্য আকাদেমি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দেশের সংগীত গুরুরা ছাড়াও বিদেশ থেকে আগত ওস্তাদ ও পণ্ডিতগণ প্রশিক্ষণ নিচ্ছেন। যশোরের শিক্ষানবিশ ছাত্র-ছাত্রীদের জন্য এ এক পরম সুযোগ।

প্রাচ্য আকাদেমিতে কন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, নাটক, আবৃত্তি ও শরীর চর্চা শিক্ষার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ১৬ বছর আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে কোনঠাসা করে রাখা হয়েছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে যারা ভারতের সেবাদাস ছিল তারা বাংলাদেশের মূল সংস্কৃতি অংগনকে নষ্ট করেছে। অচিরেই সাংস্কৃতিক জোট গঠন করে প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক বেনজিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের সহ-সভাপতি সাহিদ হোসেন লাল বাবু, প্রাচ্যআকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্য সংঘের সিনিয়র সদস্য এ জে মনিরুল ইসলাম মনু ও সিনিয়র সদস্য ইয়াসিন আলী।

উল্লেখ্য, পরদিন ২১ ডিসেম্বর একই সময়ে কেক কাটার মধ্য দিয়ে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে প্রাচ্য আকাদেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

আগামিকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রাচ্য আকাদেমি (স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড কালচার ) যশোর’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে প্রাচ্য সংঘ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জানানো হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকালের অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন শহর যশোরে প্রতিষ্ঠিত প্রাচ্য আকাদেমি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দেশের সংগীত গুরুরা ছাড়াও বিদেশ থেকে আগত ওস্তাদ ও পণ্ডিতগণ প্রশিক্ষণ নিচ্ছেন। যশোরের শিক্ষানবিশ ছাত্র-ছাত্রীদের জন্য এ এক পরম সুযোগ।

প্রাচ্য আকাদেমিতে কন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, নাটক, আবৃত্তি ও শরীর চর্চা শিক্ষার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ১৬ বছর আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে কোনঠাসা করে রাখা হয়েছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে যারা ভারতের সেবাদাস ছিল তারা বাংলাদেশের মূল সংস্কৃতি অংগনকে নষ্ট করেছে। অচিরেই সাংস্কৃতিক জোট গঠন করে প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক বেনজিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের সহ-সভাপতি সাহিদ হোসেন লাল বাবু, প্রাচ্যআকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্য সংঘের সিনিয়র সদস্য এ জে মনিরুল ইসলাম মনু ও সিনিয়র সদস্য ইয়াসিন আলী।

উল্লেখ্য, পরদিন ২১ ডিসেম্বর একই সময়ে কেক কাটার মধ্য দিয়ে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।