ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

Oplus_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে ফুলবাড়ীতে বিপুল উৎসাহের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৪ উপজেলার ১৪টি স্কুলের ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বুধবার (১৮ ডিসেম্বর)ফুলবাড়ীর গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় বাংলা পরীক্ষার মধ্য দিয়ে বৃত্তি ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেলা ১টায় শুরু হয় গণিত পরীক্ষা।আগামী ২১ডিসেম্বর শনিবারঅনুষ্ঠিত হবে প্রথমে ইংরেজি এবং বাউবি’র সাথে বিজ্ঞান।

দিনাজপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন বলেন, ২০০৮ সালে চালু হওয়া দিনাজপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন দিনাজপুরের চার উপজেলার মধ্যে রয়েছে ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলা। আগামীতে হাকিমপুর উপজেলাও সংযুক্ত হওয়ার সম্ভাবনার রয়েছে ।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল বলেন,তিনটি গ্রেডে বিশেষ,সাধারণ, ট্যালেন্ট এই বৃত্তি পরীক্ষার ফলাফল দেওয়া হয়।বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র দেয়া হয়।

ফুলবাড়ী উপজেলার বারাইহাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, দ্বিতীয় শ্রেণীর আব্দুল্লাহ সাদিক জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হতে পেরে ভালো লাগছে। এ ধরনের প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারলে আগামী দিনের পথ চলা আরো সুগম হবে এবং উৎসাহ পাব।

ফুলবাড়ীর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী অহমিকা সাহা এবং পঞ্চম শ্রেণির ছাত্র হিম কুমার পরীক্ষা দেয়ার প্রতিক্রিয়ায় তারা জানান, এতগুলো শিক্ষার্থী মিলে পরীক্ষা দেয়াটা সত্যিই আনন্দদায়ক। ভালো কিছু করতে পারলে আরো ভালো লাগবে।

কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান বলেন, তাদের আমন্ত্রণে কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমাকে অত্যন্ত ভালো লেগেছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, পরীক্ষার্থীদের হাতের লেখা, অ্যাসোসিয়েশনের পরীক্ষার ব্যবস্থাপনা – সব মিলে ইতিবাচক মনে হয়েছে আমার কাছে। কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা২০২৪ পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক ছিলেন মো. আইয়ুব আলী।

তারা জানান, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো: জননী শিশু উদ্যান কেজি স্কুল, হিলিরডাঙ্গা সেমি ইংলিশ মিডিয়াম স্কুল,ঢেরেরহাট কিন্ডার গার্ডেন স্কুল, শিশুকানন প্রি ক্যাডেট স্কুল,চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন স্কুল, হোসনেয়ারা ক্যাডেট স্কুল, ফুলবাড়ী ক্যাডেট একাডেমি, ফুলবাড়ী আদর্শ বিদ্যাপীঠ, ইউনিটি প্রি ক্যাডেট স্কুল, ব্রাইট ফিউচার একাডেমি, হাসনা ইউসুফ প্রি ক্যাডেট স্কুল, পরশ চাইল্ড কেয়ার মডেল স্কুল, গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও ব্র্যাক স্কুল।

কেন্দ্র পরিদর্শন করেছেন মো.আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তোজাম্মেল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে ফুলবাড়ীতে বিপুল উৎসাহের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৪ উপজেলার ১৪টি স্কুলের ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বুধবার (১৮ ডিসেম্বর)ফুলবাড়ীর গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় বাংলা পরীক্ষার মধ্য দিয়ে বৃত্তি ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেলা ১টায় শুরু হয় গণিত পরীক্ষা।আগামী ২১ডিসেম্বর শনিবারঅনুষ্ঠিত হবে প্রথমে ইংরেজি এবং বাউবি’র সাথে বিজ্ঞান।

দিনাজপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন বলেন, ২০০৮ সালে চালু হওয়া দিনাজপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন দিনাজপুরের চার উপজেলার মধ্যে রয়েছে ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলা। আগামীতে হাকিমপুর উপজেলাও সংযুক্ত হওয়ার সম্ভাবনার রয়েছে ।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল বলেন,তিনটি গ্রেডে বিশেষ,সাধারণ, ট্যালেন্ট এই বৃত্তি পরীক্ষার ফলাফল দেওয়া হয়।বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র দেয়া হয়।

ফুলবাড়ী উপজেলার বারাইহাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, দ্বিতীয় শ্রেণীর আব্দুল্লাহ সাদিক জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হতে পেরে ভালো লাগছে। এ ধরনের প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারলে আগামী দিনের পথ চলা আরো সুগম হবে এবং উৎসাহ পাব।

ফুলবাড়ীর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী অহমিকা সাহা এবং পঞ্চম শ্রেণির ছাত্র হিম কুমার পরীক্ষা দেয়ার প্রতিক্রিয়ায় তারা জানান, এতগুলো শিক্ষার্থী মিলে পরীক্ষা দেয়াটা সত্যিই আনন্দদায়ক। ভালো কিছু করতে পারলে আরো ভালো লাগবে।

কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান বলেন, তাদের আমন্ত্রণে কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমাকে অত্যন্ত ভালো লেগেছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, পরীক্ষার্থীদের হাতের লেখা, অ্যাসোসিয়েশনের পরীক্ষার ব্যবস্থাপনা – সব মিলে ইতিবাচক মনে হয়েছে আমার কাছে। কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা২০২৪ পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক ছিলেন মো. আইয়ুব আলী।

তারা জানান, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো: জননী শিশু উদ্যান কেজি স্কুল, হিলিরডাঙ্গা সেমি ইংলিশ মিডিয়াম স্কুল,ঢেরেরহাট কিন্ডার গার্ডেন স্কুল, শিশুকানন প্রি ক্যাডেট স্কুল,চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন স্কুল, হোসনেয়ারা ক্যাডেট স্কুল, ফুলবাড়ী ক্যাডেট একাডেমি, ফুলবাড়ী আদর্শ বিদ্যাপীঠ, ইউনিটি প্রি ক্যাডেট স্কুল, ব্রাইট ফিউচার একাডেমি, হাসনা ইউসুফ প্রি ক্যাডেট স্কুল, পরশ চাইল্ড কেয়ার মডেল স্কুল, গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও ব্র্যাক স্কুল।

কেন্দ্র পরিদর্শন করেছেন মো.আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তোজাম্মেল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম প্রমুখ।