শরণখোলায় জামায়াতে ইসলামীর বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালী
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
শরণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে উপজেলা সদরে শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত শেষে সহ¯্রাধিক নেতাকর্মীর একটি বিশাল বর্ণাঢ্য র্যালী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা মোড়ে আলোচনা সভার আয়োজন করে।। শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের মনোনীত নমিনি জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আঃ আলীম।
উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমীর ডা: ফজলুর রহমান, সেক্রেটারী মাও: মোস্তফা আমিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাও: ওবায়েদুল হক সেলিম, মাও: সরোয়ার হোসেন বাদল, মাও: মোশাররফ হোসেন, মাষ্টার আলী আহম্মদ, মাও: জাকির হোসাইন, মাও: মনিরুজ্জামান, অধ্যাপক গোলাম সরোয়ার, শরণখোলা উপজেলা (উত্তর) ছাত্র শিবিরের সভাপতি মাসুদুর রহমান, উপজেলা (দক্ষিণ) ছাত্র শিবিরের সভাপতি আঃ আলিম প্রমুখ।