নানা কর্মসুচী মধ্যেদিয়ে নীলফামারীতে পালিত মহান বিজয় দিবস
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
নীলফামারীতে নানা কর্মসুচীর মধ্যেদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস।১৬ ডিসেম্বর বাঙালী জাতির গৌববের দিন আজ ।৭১’র চেতনা আর ২৪ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর অন্যরকম এক বিজয় দিবস আজ।
দিবসটি উৎযাপন উপলক্ষ্যে প্রথম প্রহরে স্বাধীনতা অ¤øান স্মৃতি স্তম্ভে বীর শহীদের প্রতি ফুল দিয়ে বিনম্্র শ্রদ্ধা জানান,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিভিন রানৈতিক দল,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,স্কুল-কলেজের শিক্ষা-শিক্ষাথীসহ সকল শ্রেণী-পেশার মানুষজন।
দ্বিতীয় প্রহরে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস চত্বরে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল-বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়েছে।জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে বিশেষ মোনাজাতও তবারক বিতরন করা হয়ছে।কারাগার ও এতিমখানায় উন্নমানের খাবার পরিবেশ করা হয়েছে।
বাংলাধেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখার আয়োজনে একটি বনার্ঢ্য র্যালী দলীয় কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কায়ালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ,জেলা বিএনপি’র সভাপতি আ,খ,ম আলমগীর সরকার,সাধারণ সম্পাদক জহুরুল আলম জেলা বিএনপি’র সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সদর উপজেলা বিকএনপি’র সাধারণ সম্পাদক কাজী আাকতারুজ্জামান জুয়েল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড আল-মাসুদ চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল,জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রজ্ঞু,প্রমুখ।
আলোচনা শেষে সভার স্মৃতিসৌধে বিএনপি’র মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর দ্রæত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের অফিস আল-হেলাল চত্বরে জেলা জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে জেলা আমীরর মাওলননা আব্দুস ছাত্তার জেলা সেক্রেটারী আনতাজুল ইসলাম ,নায়েবে আমীর ড,খায়রুল আনাম,শহর আমীরআনারুল ইসলাম , সদর অমীর আবু হানিফা শাহ ,বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু প্রমুখ।