স্কুলের জমি দখল করে যুবলীগ নেতার শো-রুম
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২৩৭ বার পড়া হয়েছে
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডলে বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে।
জানা গেছে, যুবলীগ নেতা ফারুক মন্ডল ও তার বাবা বিদ্যালয়ে সভাপতি থাকাকালীন সময় ৫ থেকে থেকে ৬ শতাংশ জমি দখল করে নেয় এবং তাতে শো-রুম নির্মাণ করেন, যা এখনও আছে।
এদিকে, প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করার জন্য স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলম তাদের বিরুদ্ধে বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। তার অভিযোগের ফলশ্রুতিতে উপজেলা প্রশাসন উক্ত দখলকৃত জায়গা তদন্ত করে দখল মুক্ত করণ করার আশ্বাস প্রদান করার পরেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। যার জন্য সাধারণ মানুষের মধ্য প্রশাসনকে নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ব্যাপারে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ বেগমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি সবেমাত্র দায়িত্বভার গ্রহণ করেছি। এ বিষয়ে আশরাফুল স্যার যেহেতু মামলা করেছে তাই প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট জমি রক্ষার জন্য প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও মহোদয়ের সঙ্গে পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।