বললেন মির্জা ফখরুল
আইনি জটিলতা শেষ হলে ফিরবেন তারেক রহমান
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনি জটিলতা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
১১ দিনের যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে মির্জা ফখরুলকে বহনকারী বিমান। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকারীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে দলগুলো- তথ্য উপদেষ্টার এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো। সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এ ধারনাকে ভুল উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে তার দল। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কষ্টকর।