জয়পুরহাটে সড়ক দুর্ঘটনা, পিকআপের কেবিন কেটে বের করা হলো আহতদের
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের কেবিন দুমড়েমুচড়ে গেছে। পরে পিকআপ ভ্যানের কেবিন কেটে চালকসহ আটকে পড়া তিনজনকে গুরুতর আহত অবস্থায় বের করে এনেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
৯ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দিকে আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথপুর হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখান থেকে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের রফিক (২২), শাজাহানপুর উপজেলার কৈগাড়ী গ্রামের উজ্জ্বল হোসেন (২২) ও গাইবান্ধার পলাশবাড়ীর কেত্তারপাড়া গ্রামের আরিফ হোসেন (৪৪)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুরের দিক থেকে আসা আইসক্রিম বহনকারী একটি পিকআপভ্যান বিকেল পাঁচটার দিকে পূর্ণগোপীনাথপুর হঠাৎপাড়া পৌঁছায়। এ সময় যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের কেবিনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালকসহ তিনজন কেবিনে আটকা পড়েন। এ সময় তেলবাহী লরিটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা পিকআপ ভ্যানের কেবিন কেটে ভেতর থেকে চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় বের করেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। পরে পিকআপ ভ্যানের কেবিন কেটে গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’