মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে পথসভা করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে চৌমোহনা চত্বরে আয়োজিত এসভায় সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলা শরিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুবেনা বেগম, অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, আব্দুল বারিছ, জালাল চৌধুরী, হাওর কাওয়াদিঘি সাধারণ সম্পাদক খসরুজ্জামান চৌধুরী, মঈনুল হক, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, মহিলা নেত্রী শ্যামলী সুত্রধর, এস.এম সোশ্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সহ-সভাপতি সোহেল হাকিম, সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম সুলতান, ছাত্র ফোরাম এর সাবেক সহ-সভাপতি চৌধুরী মেরাজ, সহ-সভাপতি শেখ দেলোয়ার, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, আব্দুস সোপান সামি, সুব্র দেব, মিনহাজ আহমদ, মো: আলি হোসেন, সৈয়দ ইমরান আলী, নীরব চন্দ্র,জয় দেব শাওন, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক সায়েক আহমদ, মনজুরুল আলম, বুলবুল খাঁন, বুলু আহমদ বুলু, নোমান মিয়া, সোহেল হাকিম, জালাল চৌধুরী, বিমলেন্দু মালাকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শক্তিশালী ন্যায়পরায়ণ গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারী হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ ডাক্তারের ফিস কমানো। খাদ্য দ্রব্যসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে শক্তিশালী কমিশন গঠন, জনবান্ধব পুলিশ করার লক্ষ্যে স্বাধীন পুলিশ গঠন করাসহ একাধিক দাবি তুলে ধরেন। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়।