সংবাদ শিরোনাম ::
শরণখোলায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত
শরণখোলা আঞ্চলিক অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
শরণখোলায় সোমবার দুপুরে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার দুপুরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আব্দুল জলীল আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, দুপ্রক সেক্রেটারী বদিউজ্জামান বাদল প্রমূখ। এর আগে দুর্ণীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ও বেলুন ফেষ্টুন ওড়ানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।