পাল্টা হুমকি দিলেন মমতা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বাড়ছে ভারত-বিদ্বেষ। বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় দাঁড়িয়ে এর পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বললেন, যারা বলছেন বাংলা-বিহার-ওড়িশা দখল করবেন, তারা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।
এর আগে শনিবার বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তার বক্তব্যে উঠে এসেছে তীব্র ভারত-বিরোধিতা। রিজভির কথায়, যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।
এদিন বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়েছেন। তার সতর্কবার্তা, কোনও অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে প্ররোচনার পরিস্থিতি তৈরি হয়। একই বার্তা রাজ্যবাসীকেও।