বেগম রোকেয়া দিবস আজ
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজ ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস। নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে দিবসটি পালিত হবে।
দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও সকালে রংপুরে বাংলা একাডেমি আলোচনা সভার আয়োজন করেছে।
নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়ই ‘বেগম রোকেয়া পদক ২০২৪’ পেতে যাওয়া নারীদের অভিনন্দন জানিয়েছেন।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তবে মাত্র ৫২ বছর বয়সে তার মৃত্যু হয়। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।
বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি।