ভারতকে হারিয়ে দিলো বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
যুব এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারলো ভারতের অনূর্ধ্ব-১৯ দল। রবিবার (৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হেরেছে রোহিত শর্মার ভারত।
মেয়েদের খেলায়ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে হরমনপ্রীত কউরেরা। তারপর ছোটদের এশিয়া কাপেও হেরে গেল ভারতীয় দল। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে হার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের।
ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকরা। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে রবিবার ভারত যে হারবে তা আগেই বোঝা যাচ্ছিল। সেই আশঙ্কা সত্যি হয়। ১০ উইকেটে হেরে যান রোহিতেরা।
মেয়েদের দ্বিপাক্ষিক এক দিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৩৭১/৮ তোলে অস্ট্রেলিয়ার মহিলা দল। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে।
এরপর ছোটদের এশিয়া কাপেও হারতে হল ভারতকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯৮ রান তোলে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ১৩৯ রানে শেষ হয়ে যায়।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল ছোটদের এশিয়া কাপে শুরু করেছিল হার দিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। তার পর জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বৈভব সূর্যবংশীদের দল। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের। গত বারের এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল। সেই দলের বিরুদ্ধে খেলতে নেমে হেরে গেল ভারতের অনূর্ধ্ব-১৯ দল।