চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাসে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আহুরা এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে মাহিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুরা গ্রামে এ ঘটানাটি ঘটে।
মৃত শিশু হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুরা গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মাহিম (০২)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি জানান, পরিবার সূত্রে জানান বুধবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় নিজ বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলার সময় অগচরে খেলতে গিয়ে ডোবায় পানিতে ডুবে যায়। পরে মৃত শিশু মাহিমের ফুফু মোর্শেদা বেগম দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাচোল থানায় একটি ইউডি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তবে পরিবার কোন দাবি না থাকায় মৃত মাহিমকে পরিবারের কাছে হস্তান্তর করে হয়েছে।