ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছে আরো চারজন। আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের ভাউলারহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বার্ষিক পরিক্ষায় অংশ নেয়া ঠাকুরগাঁও সুগারমিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী ফারহানা সরকার (১৪) অটোরিক্সা যোগে বাসায় ফিরছিল। এসময় শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাক অপরদিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী ফারহানা নিহত হয়। আহত হয় আরো চারজন । পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতের শোকাবহ পরিবেশ বিরাজ করে।
আহতরা হলো- সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০),আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মোঃ আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক ছালক ও হেলপার পালিয়েছে তাদের আটক করতে চেস্টা চলছে। আইনী ব্যবস্থায় কাজ করছে পুলিশ।