তারেক রহমান খালাস পাওয়ায় বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিকে হাইকোর্ট খালাস দেয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি।
রবিবার (ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালামের নের্তৃত্বে বিশাল মিছিলটি শহরের পুরাতন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শরশের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুন নাসির আলাপ, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, আয়ুব আলী মোল্লা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।
বক্তারা বলেন, হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মামলায় অভিযুক্ত করেছিলো। তারেক রহমান তার বিরুদ্ধে দেয়া ফরমায়েশি রায় আইনগত ভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিলো।