প্রকৃতিতে শীতের আমেজ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
ঝিরঝির বৃষ্টি। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজালের কারণে শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টি ছাড়া বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব ছিল না। দেশের চার বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাতে ভারতের তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে তামিলনাড়ু। ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়। বাংলাদেশে বৃষ্টি আর মেঘ কেটে যাবে আগামীকাল রোববার থেকে। দেশজুড়ে এখনই শীত জেঁকে বসার সম্ভাবনা না থাকলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে সংস্থাটি।
বৃষ্টির পর শীতের আমেজ শুরু হয় রাজধানীতে। এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা শুরু হয়ে গেছে। হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। তবে দেশের কোথাও এখনো শৈত্যপ্রবাহ হয়নি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। আর তিন চারদিন পর রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।