ইসকনকে নিষিদ্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.4048611, 0.4048611); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 143.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
‘উগ্রবাদী’ ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর গাইবান্ধা শহরে এবং পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের বড় মসজিদের সামনে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
পরে কাচারী বাজার এলাকায় এক সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা নেতৃবৃন্দরা বক্তব্যে বক্তারা বলেন, ‘সন্ত্রাসীদের কোন জাতি, বর্ণ, গোত্র নেই’। তারা বাংলাদেশের ‘উগ্রবাদী’ ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান। সেইসাথে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিরও দাবি জানান। এছাড়া যেসব সন্ত্রসীরা মসজিদে হামলা চালিয়েছে সেই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের আয়োজনে মিতালী হোটেলের সম্মুখে এ উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুন্নবী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি ফরিদুল ইসলাম ফরিদ,মাওলানা শাহ আলম ফয়েজী,মুফতি এনামুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ও মাওলানা আবু হানিফা প্রমুখ।
এসময় বিক্ষোভ কারীরা ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বলেন যে, সাধারণ হিন্দু আর ইসকন দু’টি আলাদা বিষয়। আমাদের সহজ সরলমনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
তাদের এই জঙ্গি কার্যক্রম আমরা চলতে দেব না,আমরা সম্প্রীতি লালন করি, হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।