ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে কৃষকদলের সভায় অমিত

বীমা সুবিধা পাবেন কৃষকরা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য পায় তা নিশ্চিত করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অমিত বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহণ করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রæতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে কৃষক দল আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা কৃষক দলের আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব। অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে কৃষকদলের সভায় অমিত

বীমা সুবিধা পাবেন কৃষকরা

সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য পায় তা নিশ্চিত করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অমিত বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহণ করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রæতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে কৃষক দল আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা কৃষক দলের আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব। অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।