ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে, আসছে আরও পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতোদিন কোর্সের পুরো ফি একসাথে পরিশোধের নিয়ম ছিল। যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কষ্টসাধ্য ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা তিন ধাপে দিতে পারবেন এই ফি।

ভর্তির সময় ৬০ শতাংশ, প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে ২০ শতাংশ, আর বাকি ২০ শতাংশ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার আগে দিতে পারবেন। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি ঊত্তীর্ণরা জীববিজ্ঞানসহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে ২০০ নম্বরের স্কোরকে কমিয়ে ১০০ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইয়াসমিন সংভাদমাধ্যমকে বলেন, এবার ইনস্টলমেন্টের মাধ্যমে বেসরকারি মেডিক্যাল কলেজের ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষায় কোনো ইমপ্রুভমেন্ট থাকলে ওরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে, আসছে আরও পরিবর্তন

সংবাদ প্রকাশের সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতোদিন কোর্সের পুরো ফি একসাথে পরিশোধের নিয়ম ছিল। যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কষ্টসাধ্য ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা তিন ধাপে দিতে পারবেন এই ফি।

ভর্তির সময় ৬০ শতাংশ, প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে ২০ শতাংশ, আর বাকি ২০ শতাংশ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার আগে দিতে পারবেন। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি ঊত্তীর্ণরা জীববিজ্ঞানসহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে ২০০ নম্বরের স্কোরকে কমিয়ে ১০০ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইয়াসমিন সংভাদমাধ্যমকে বলেন, এবার ইনস্টলমেন্টের মাধ্যমে বেসরকারি মেডিক্যাল কলেজের ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষায় কোনো ইমপ্রুভমেন্ট থাকলে ওরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে।