গুড বেগুন গাছের উপকারিতা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
তিত বেগুন নামটা আমাদের অনেকের কাছে অজানা। সাধারণত যারা গ্রামে বড় হয়েছেন তাদের অনেকেই এই নামটির সাথে পরিচিত হতে পারেন। এটি সাধারণত প্রচুর কাঁটাযুক্ত এক ধরনের গুল্ম বা আগাছা জাতীয় উদ্ভিদ। এটি মূলত রাস্তার ধারে, জমির আইলে, পুকুর পাড়ে দেখা যায়। এটি এক থেকে দুই মিটার পর্যন্ত লম্বা হয়। এই উদ্ভিদের সারা গায়ে এমনকি পাতাতে পর্যন্ত কাটা থাকে। এ উদ্ভিদের ফুল হালকা বেগুনি বা হলুদ রঙের হয়।
এই তিত বেগুনে প্রচুর পরিমাণে ঔষধি গুনাগুন রয়েছে। এই বেগুন কাঁচা অথবা রান্না করে উভয় ভাবে খাওয়া যায়। শুধু ফল নয়, এই উদ্ভিদের পাতা, ফল বীজ, শিকড় সবকিছুতে রয়েছে অনেক পরিমান ঔষধি গুনাগুণ।
আসুন জেনে তিত বেগুনের আশ্চর্য কিছু ঔষধি গুনাগুন:
১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে: এতে প্রচুর পরিমানে এ্যান্টিমাইক্রোবিয়াল রয়েছে যা রোগ প্রতিরোধ করতে অনেক বেশি ভূমিকা রাখে। এটি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের বিরুদ্ধে দারুন কাজ করে থাকে তাছাড়া এটি আলসার সারাতেও কাজ করে।
২। হজম শক্তি বাড়ায়: যাদের হজমের সমস্যা আছে তারা তিত বেগুন গাছের পাতা সহ সংগ্রহ করে রস করে নিয়মিত খেতে পারেন। তাতে হজম শক্তি বৃদ্ধি পাবে।
৩। কৃমি সারাতে: অনেকেয় আছেন কৃমির সমস্যার ভুগছেন। যাদের কৃমির সমস্যা আছে তারা এই তিত বেগুন গাছের পাতা ৬-৭ দিন নিয়মিত রস করে খেলে কৃমি থেকে মুক্তি পাবেন।
৪। রক্তচাপ কমাতে : তিত বেগুন রক্তচাপ কমাতে প্রকৃতিক ঔষধ হিসাবে কাজ করে।এতে আছে বিভিন্ন ধরনের অনন্য যৌগিক যেমন: গ্যালিক এসিড, ফেরুলিক এসিড। যা টেস্ট-টিউব স্টাডিতে শক্তিশালী এ্যান্টিঅক্সিড্যান্ট এবং এ্যান্টি-ইনফ্ল্যামেটর। যা রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে।
৫। হাঁপানি সারাতে: হাঁপানি বা শ্বাস কষ্ট যাদের আছে তারা তিত বেগুন গাছের পাতা রস করে নিয়মিত খেলে হাঁপানি অ্যাজমা সমস্যা থেকে উপশম পেতে পারেন।
৬। যৌন সমস্যায়: এটি যৌন সমস্যায় ভোগে মানুষের জন্য অনেক ভালো কাজ করে। যারা যৌন সমস্যায় ভুগে থাকেন তারা এই তিতবেগুন গাছের পাতা ও শিকড় সংগ্রহ করে রস করে নিয়মিত ২ চামচ করে দিনে ২ বার খেতে পারেন। তাতে যৌন সমস্যা সমাধান হবে।
সতর্কতা:
যেকোন ভেষজ উদ্ভিদ সেবনের আগে আপনার দেহের যথাযত সমস্যা চিহ্নিত করুন। যদি আপনার দেহে একাধিক রোগ থাকে তবে আপনার জন্য এটি উপকারি নাউ হতে পারে। তাই আপনি যদি নিয়মিত অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে এটি সেবনের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
বিশেষ দ্রষ্টব্য : এখানে উদ্ভিদের গুনাবলী সম্পর্কে জানানো হয়েছে। কাউকে উদ্বুদ্ধ করা হয়নি এটি খাওয়ার জন্য।